দৌলতপুরে পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু - News Portal 24
ঢাকাFriday , ৭ জুলাই ২০২৩

দৌলতপুরে পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু

Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে পানিতে ডুবে সৌরভ (৭) ও জিনিয়া (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের ছিলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।

নিহতরা হলো, ওই গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে সৌরভ ও সমেজ মিয়ার মেয়ে জিনিয়া। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

নিহত দুই শিশুর চাচা দুলাল হোসেন বলেন, সৌরভ ও জিনিয়া স্থানীয় মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। দুপুরের দিকে বাড়ির পাশের একটি ডোবায় কয়েকজন শিশুর সাথে তারা গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা দুজনে পানিতে ডুবে যায়। পরিবারে সদস্যরা আধাঘন্টা চেষ্টার পর তাদের মৃতদেহ উদ্ধার করে। বিকেলের দিকে স্থানীয় কবরাস্থানে তাদের দাফন করা হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।