সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।
২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে প্রশাসনের কার্যালয় থেকে একটি বণার্ঢ্য র্যালী বের করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এসময় উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিতিগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।