দশমিনায় গণসংযোগ করেছেন অ্যাডভোকেট মু. ফখরুল ইসলাম মুকুল - News Portal 24
ঢাকাThursday , ৬ জুলাই ২০২৩

দশমিনায় গণসংযোগ করেছেন অ্যাডভোকেট মু. ফখরুল ইসলাম মুকুল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৩ ৩:২৫ অপরাহ্ন
Link Copied!

গলাচিপা এবং দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী-৩ আসন। অ্যাডভোকেট মু. ফখরুল ইসলাম মুকুল আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করছেন এই দুই উপজেলাতেই।

বর্তমান সরকারের আস্থাভাজন হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। প্রতি মাসে তার কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পাড়া মহল্লায় জন সাধারনের সাথে দেখা করছেন অ্যাডভোকেট মু. ফখরুল ইসলাম মুকুল। এলাকায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-কে আরও গতিশীল করতে প্রচার প্রচারণ নেমেছেন তিনি।

বুধবার বিকালে দশমিনা উপজেলার বিছিন্ন চর বোরহান ইউনিয়নের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কার্যসূচির লিফলেট বিতরণ করেন।

মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মু. ফখরুল ইসলাম মুকুল বলেন, বাংলাদেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীকে একত্রিকরণ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার জনগণের মাঝে তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।

এসময় তার সাথে ছিলেন গলাচিপা ও দশমিনার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

দশমিনা আউলিয়াপুর লঞ্চঘাট থেকে ট্রলারযোগে তিনি বিকাল ৪ টায় পৌঁছান চর রোহানে। এসময় কয়েক শত নেতাকর্মী তাকে স্বাগত জানায়। এরপর তিনি মোটরসাইকেল যোগে চর বোরহানের প্রতিটা বাজারে জনসাধারণের সাথে দেখা করেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।

এরপর রাত ৮ টার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একটি পথসভা করেন।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

স্থানীয় লোকজন জানান, আমরা ফখরুল ইসলাম মুকুল ভাইকে চাই। তিনি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। তিনি সবার সাথে মিশতে পারে। আজ আমরা চর বোরহানবাসী অনেক খুশি তাকে আমাদের কাছে পেয়ে। তিনিই পারবেন গলাচিপা দশমিনাকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করতে।