ঝড়বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এমপি দুর্জয় - News Portal 24
ঢাকাSaturday , ১ জুলাই ২০২৩

ঝড়বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এমপি দুর্জয়

Link Copied!

ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।

আজ ১জুলাই শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় সময় দৌলতপুর উপজেলার দলীয় অফিসে নেতাকর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

এসময় এমপি দুর্জয় বলেন, “ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- সহধর্মিনী হ্যাপী রহমান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: একেএম আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন সহ অসংখ্য নেতাকর্মী।

আরও পড়ুনঃ  ওসমানীনগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদাল মিয়া