আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া ঈদুল আযহা পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার বিকেলে ঈদের ৩য় দিন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের সাথে তিনি কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবো। সবাই উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবেন। কেননা নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ কিছু পায় এবং শান্তিতে থাকে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে ধর্মীয় উৎসব পালন করতে পারে। সবার ঘরেই এখন ঈদের আনন্দ বইছে। আওয়ামী লীগের শক্তি জনগণ। এর আগে তিনি, ঈদের দিন বিকেলে নিজ এলাকার স্থানীয় সালুটিকর বাজারে সকল শ্রেণি পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।