ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণের উদ্বোধন - News Portal 24
ঢাকাWednesday , ১২ জুলাই ২০২৩

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণের উদ্বোধন

ওসসানীনগর (সিলেট) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৩ ১১:২৬ অপরাহ্ন
Link Copied!

সিলেটের ওসমানীনগর উপজেলার নবনির্মিত স্বাস্থ্য কসপ্লেক্সে বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে নবনির্মিত স্বাস্থ্য কসপ্লেক্সের খালি জায়গায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাঅফিসার ডা. মোজহারুল ইসলামের ব্যক্তিগত পক্ষ থেকে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপনের উদ্বোধন করেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয়স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজহারুল ইসলাম।

বিক্ষরোপণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাল্গুনী ভট্রাচার্য, সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার, ডাঃ আইরিন আক্তার, ডাঃ অন্যানা জামান মৌটূসী, প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, দয়ামীর ইউপির সাবেকচেয়ারম্যান নূর উদ্দিন নুনু, হেল্থ ইন্সপেক্টর আলা হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল মুকিত, স্বাস্থ্য কর্মিরফিক মিয়া ও দিপক ধর প্রমুখ।

আরও পড়ুনঃ  বিয়ানীবাজারে গৃহবধূর আত্মহত্যা, আত্মহত্যায় প্ররোচনায় স্বামী আটক