সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজহারুল ইসলাম।
আজ (২৪জুলাই) সোমবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে এ সভার আয়োজন করা হয়।
সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজহারুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর রূপরেখা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে সাংবাদিকদরে সাথে খোলামেলা আলোচনা করেন। উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি লিলুউর রহমান পংকি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, কোষাধ্যক্ষ কবির আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, কার্যনির্বাহী সদস্য কয়েছ মিয়া, আবু হানিফা, সদস্য জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ ও এমদাদুর রহমান খান প্রমুখ।