ওসমানীনগরে গোয়ালঘর থেকে ৩ গরু চুরি - News Portal 24
ঢাকাSaturday , ১৫ জুলাই ২০২৩

ওসমানীনগরে গোয়ালঘর থেকে ৩ গরু চুরি

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ন
Link Copied!

সিলেটের ওসমানীনগরে তিনটি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য আনমানিক দেড় লক্ষাধিক টাকা। গত বৃহস্পতিবার রাতে ইলাশপুর গ্রামের পাপ্পু ভট্টাচার্য্যের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় পাপ্পু ভট্টাচার্য্য ওসমানীনগরথানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা গরুগুলি গোয়ালঘরে রেখে দরজা বন্ধ করা হয়। পরদিন ভোরে উঠে দেখা যায় গোলাঘরে রাখা গরুগুলো অজ্ঞাত চোরেরা নিয়ে গেছে এবং ঘরের দরজা খুলা অবস্থায় রয়েছে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ১টি কালো রঙের ৩বছর বয়সের গাভি যার পেটের বাম দিকে সাদা দাগ রয়েছে এবং প্রায় একই রকম ২বছর বয়সের গাভি এবং কালো খয়েরী রঙের ২বছর বয়সের একটি ষাড় রয়েছে।

পাপ্পু ভট্টাচার্য্য বলেন, প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে রাতে ঘুমিয়ে পড়ি। রাতের যেকোন সময়ে চোরেরা আমার গরুগুলো নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরের দরজা খুলা এবং গরুগুলো ঘরে নেই। এব্যাপারে থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছি।