আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব হলেন জোসেফ আলী চৌধুরী - News Portal 24
ঢাকাMonday , ৩ জুলাই ২০২৩

আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব হলেন জোসেফ আলী চৌধুরী

আতাউর রহমান কাওছার, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২৩ ১১:০৫ অপরাহ্ন
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশভিত্তিক মানবাধিকার সংগঠন, “আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার”(JSHRW) বিষয়িক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালনা পর্ষদের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় তত্বাবধায়ক মনোনীত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মী মোঃ জোসেফ আলী চৌধুরী।

সংগঠনটি মানুষের অধিকার নিয়ে কাজ করে, বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্দোক্তা সমাজ কর্মী মু. মাহমুদুল হাসান যুক্তিবাদী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ জোসেফ আলী চৌধুরী কয়েকটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সাথে সুনামের সহিত কাজ করছেন।

“আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ক সংস্থা-মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর “যুগ্ম-মহাসচিব” ও সিলেট বিভাগের তত্বাবধায়ক হিসাবে তাকে মনোনীত করা হয়।

সংস্থাটির চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানান।

জোসেফ চৌধুরী বলেন, দেশের মানুষ নানা ধরনের হয়রানির শিকার হয়। তাদের পাশেও এই সংগঠনটি দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ব্লু-স্কাই স্পোর্টিনহ ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ পূণর্মিলনী