নিজের সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে না জানিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে প্রেম করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এখন নিজের সন্তানসম্ভবা প্রেমিকা এসব জানতে পারায় তার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমে কয়েকদিন আগে নেইমারকে নিয়ে প্রকাশিত হয় এক খবর। তাতে বলা হয়, ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে প্রেম করছেন নেইমার। আর নিজের প্রেমিকা ব্রুনার সাথে নাকি এ বিষয়ে একটি চুক্তিও করেছেন ব্রাজিলিয়ান তারকা। সে চুক্তি অনুযায়ী তিনি চাইলে অন্য কারো সাথে প্রেম করতে পারবেন। তবে গণমাধ্যমের এসব দাবি অস্বীকার করেছেন ব্রুনা। ঘটনাটা অনেক দূর এগিয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে খোলা চিঠিটি পোস্ট করেন নেইমার।
ক্যাম্পোসের সাথে প্রেম নিয়ে আলোচনা-সমালোচনার এক পর্যায়ে ইন্সটাগ্রামে নিজের সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনাকে উদ্দেশ্য করে লম্বা এক পোস্ট করেন নেইমার। আর তাতে ব্রাজিলিয়ান তারকা ক্ষমা চেয়েছেন। কোনো ঘটোনা সরাসরি উল্লেখ না করলেও সে পোস্টে সেলেসাও তারকা স্বীকার করেছেন যে তিনি অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করেছেন। নেইমার লিখেন, ‘ব্রুনা, তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা কষ্ট পেয়েছো এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’
সাবেক এই কাতালান ফুটবলার আরও লিখেছেন, ‘এসব ঘটনা আমার জীবনের বিশেষ মানুষটিকে কষ্ট দিয়েছে যে কিনা আমার সন্তানের মা এবং সবসময় আমার পাশে থেকেছে।’ নেইমার আরও বলেন, ‘ব্রুনা, আমি তোমার কাছে আগেও ক্ষমা চেয়েছি, কিন্তু গণমাধ্যমের এসব ঘটনার জন্য আমি সবার সামনে আবার তোমার কাছে ক্ষমা চাইছি।’ ব্যক্তিগত বিষয় যখন প্রকাশ্যে চলে আসে তখন ক্ষমাও প্রকাশ্যেই চাইতে হয় বলে উল্লেখ করেন নেইমার।
এদিকে, নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র তার ছেলের এই পোস্টে মন্তব্য করেছেন। সিনিয়রের মন্তব্যটা দার্শনিকসুলভ, ‘এটাই…আমরা সব সময় জীবন থেকে শিখি। অভিনন্দন (ভালোবাসা)।’
প্রসঙ্গত, গত এপ্রিলে জানা গিয়েছিল, প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’–এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছিলেন ব্রুনা। সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সাল থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু। পরের বছর জানুয়ারিতে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা জানান নেইমার। যদিও গত আগস্টেই একবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল দুজনের। কিন্তু ভালোবাসার টানে পরে দুজনে ফিরে আসেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছিল, এ বছরের শুরুতে নতুন করে প্রেম শুরু করেন নেইমার ও ব্রুনা।