লোডশেডিং-দুর্নীতির প্রতিবাদে ১০ মহানগরে বিএনপির পদযাত্রা আজ - News Portal 24
ঢাকাTuesday , ১৩ জুন ২০২৩

লোডশেডিং-দুর্নীতির প্রতিবাদে ১০ মহানগরে বিএনপির পদযাত্রা আজ

নিউজ পোর্টাল ২৪
জুন ১৩, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ন
Link Copied!

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ দেশের দশটি মহানগরে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। অন্য মহানগরগুলো হচ্ছে– রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, গাজীপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আজ দুপুর আড়াইটায় মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো, সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত পদযাত্রা হবে।

একই সময়ে গোপীবাগ সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায়সাহেব চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ঢাকা উত্তর ও দক্ষিণের নেতারা জানান, শান্তিপূর্ণভাবে এ পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেবে বলে প্রত্যাশা তাঁদের।

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত ৯ জুন সংবাদ সম্মেলনে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলটির পরবর্তী পদযাত্রা কর্মসূচি হবে আগামী ১৬ জুন। ওইদিন ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা ও বরিশাল মহানগরে পদযাত্রা করবে দলটি।

আরও পড়ুনঃ  উন্নয়নে অগ্রাধিকার পাবে নবগঠিত ওয়ার্ডগুলো: আনোয়ারুজ্জামান