বিশাল ব্যবধানে নৌকার জয় নিশ্চিত: আনোয়ারুজ্জামান - News Portal 24
ঢাকাWednesday , ২১ জুন ২০২৩

বিশাল ব্যবধানে নৌকার জয় নিশ্চিত: আনোয়ারুজ্জামান

নিউজ পোর্টাল ২৪
জুন ২১, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ন
Link Copied!

ভোট দিয়েছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার (২১ জুন) সকাল ৮টায় নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে সপরিবারে যান পৌঁছান তিনি এবং তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়া শেষে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, অনেক চমৎকার পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজকের দিনের পরিবেশও ভালো। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন ইনশাল্লাহ।

এর আগে, সকালে আনোযারুজ্জামান চৌধুরী তার বৃদ্ধ মায়ের পা ছুঁয়ে সালাম করেন এবং দোয়া নিয়ে বাসা থেকে বের হন। এ সময় তার সঙ্গে স্ত্রী হেলি চৌধুরীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহজালাল জামেয়া পাঠানটুলা কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি নগরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।