কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে ফুলসাগরের পানিতে ডুবে আনন্দ মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত ১০ টার দিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালাটারী এলাকার সামসুল হকের ছেলে।
রবিবার শেষ বিকালে বাড়ীর পাশে ফুলসাগরে নদে তিনি মাছ ধরতে যান। এ দিকে রাত ৯ টা পেরিয়ে গেলে মাছ ধরতে যাওয়া যুবক বাড়ীতে না আসায় পরিবারের লোকজন ফুলসাগর নদে খুঁজতে যান এবং ফুলসাগর নদে বিভিন্ন ভাবে খোঁজাঁখুজি করে এক পর্যায়ে মরদেহ ফুলসাগরের নদে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে যুবকের মরদেহ উদ্ধার করে। স্বজনদের দাবী সে র্দীঘদিন থেকেই মৃগী রোগে আক্রান্ত এবং সে প্রায় সময় ওই রোগ দেখা দিতো।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ-অর-হারুন বলেন, নিহত আনন্দ মিয়া শেষ বিকালে মাছ ধরতে যান। রাতেই ফুলসাগর নদ থেকে তার মরদেহ উদ্ধার করে তার স্বজনরা। সে আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে জানা গেছে।