ফুলবাড়িতে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত - News Portal 24
ঢাকাWednesday , ১৪ জুন ২০২৩

ফুলবাড়িতে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

Link Copied!

সারাদেশের নেয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে।

তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ, মানবতার টানে ভয় নেই রক্তদানে এই স্লোগান কে সামনে রেখে ১৪ জুন (বুধবার) বিকেল ৪টায় স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে সামন থেকে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বাজারে জিরো পয়েন্ট এক পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির কোষাধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার দাতা সদস্য ও উপদেষ্টা ফজলুল হক ত্রিপুল, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সংগঠনটির সভাপতি মোশারফ মন্ডল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাসানুর রহমান প্রমূখ।

পরবর্তীতে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বরিশালের নতুন নগরপিতা খোকন