পাকুন্দিয়ায় ৩০০ পরিবারের মাঝে মাংস বিতরণ - News Portal 24
ঢাকাFriday , ৩০ জুন ২০২৩

পাকুন্দিয়ায় ৩০০ পরিবারের মাঝে মাংস বিতরণ

Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন তৌফিকুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে তারাকান্দি ও আশেপাশে গ্রামের দুস্থ ও নিম্ন আয়ের তিনশত পরিবারের মাঝে কোরবানির মাংসসহ তেল, গরম মশলা ও আলু বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন উপজেলার তারাকান্দি ভূঁইয়া বাড়ি প্রাঙ্গণে সংগঠনটি এসব বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন- তৌফিকুল ইসলাম ট্রাস্টের উপদেষ্টা, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্রাস্টের চেয়ারম্যান লুৎফুল ইমাদ বাপ্পি জানান,
ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভগি করতে প্রতি বছরের ন্যায় এ বছরও দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে কোরবানির মাংস সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  কুরবানি না দেয়া সকল পরিবার সমবন্টনে মাংস পায় যে গ্রামে