নৌকার মাঝি হয়ে মানিকগঞ্জ-১ আসনে লড়তে চান সালাউদ্দীন মাহামুদ জাহিদ - News Portal 24
ঢাকাTuesday , ২০ জুন ২০২৩

নৌকার মাঝি হয়ে মানিকগঞ্জ-১ আসনে লড়তে চান সালাউদ্দীন মাহামুদ জাহিদ

মানিকগঞ্জ প্রতিনিধি
জুন ২০, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ন
Link Copied!

আজ ২০ জুন মঙ্গলবার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর, দৌলতপুর) আসনে সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মাহামুদ জাহিদ তিন উপজেলা তথা মানিকগঞ্জ ১ আসনের জনগণের সাথে মতবিনিময় করেছেন।

দিনের শুরুতেই সালাউদ্দীন মাহামুদ জাহিদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও ঘিওর, দৌলতপুর, উপজেলার চর অঞ্চলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

মানিকগঞ্জ প্রতিনিধি

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারাদেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। তার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে মানিকগঞ্জ-১ আসনের জনগণের সাথে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যদি নৌকা প্রতীকের মনোনয়ন দেন তাহলে আমি তিন উপজেলার সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আমি এর আগেও আপনাদের কাছে এসেছি আপনাদেরকে নিয়েই থাকতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হাসান সুমন, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা সহ অসংখ্য নেতাকর্মী।

আরও পড়ুনঃ  জাতীয় সরকারের দাবিতে ১১ জুলাই হরতাল!