দৌলতপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, বলগেট জাহাজ আটক ও জরিমানা আদায় - News Portal 24
ঢাকাTuesday , ১৩ জুন ২০২৩

দৌলতপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, বলগেট জাহাজ আটক ও জরিমানা আদায়

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি
জুন ১৩, ২০২৩ ৬:১৪ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান পরিচালনা করে বালু পরিবহনে ব্যবহৃত অবৈধ বলগেট জাহাজ আটক ও দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ১৩ জুন মঙ্গলবার উপজেলার বাঘুটিয়া-জিয়নপুর ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার।

এ সময় অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত দুটি কোম্পানীর বলগেট জাহাজ আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোঃ একরাম হোসেন ও মনিরুজ্জামান নামে দুই ব্যক্তিকে ১,০০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি

এসময় সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার জানায়, সবাইকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মৌখিক ভাবে বলা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রয় ও পরিবহনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করবে বা কাটবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে গাছের চারা লাগিয়ে জমি দখলের চেষ্টা