মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে চার লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্নব মালাকার এই জরিমানা করেন।
জরিমানা প্রাপ্ত ব্যক্তিরা হলেন- শাহীন রহমান (৪৪) ও জামাল ফকির (৪৫)। তারা বালু উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার অবৈধভাবে যমুনা নদীতে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে বলগেট জাহাজের মাধ্যমে পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে সোমবার দুপুরে বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পুলিশ ও আনছার সদস্যদের সহায়তায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্নব মালাকার। অভিযানকালে কাশিদারামপুর এলাকায় বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত দুটি বলগেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই দুই ব্যক্তিকে দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা জরিমানা করেন।
এসময় সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার জানায়, সবাইকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মৌখিক ভাবে বলা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রয় ও পরিবহনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করবে বা কাটবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।