মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে মাটি উত্তোলনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১ জুন) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় নাল শ্রেণির জমি হতে বালু ও মাটি উত্তোলন করে বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চকমিরপুর ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি ভেকু দিয়ে নাল জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। সড়ক কেটে সড়কের পাশের জমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। এতে করে এলাকার সাধারণ মানুষসহ স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে ভীষণ ভোগান্তি পোহাতে হয়।
পরে গতকাল বিকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি। মোবাইল কোর্টে ঘটনাস্থলেই বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এ মাধ্যমে মোঃ মোমিনুর রহমান নামে এক ব্যক্তিকে ১০০০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার ভূমি বলেন, অবৈধভাবে যারা কৃষি জমির মাটি ও নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করবে বা কাটবে তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।