চাঁদপুরের অর্ধশত গ্রামে কাল ঈদ - News Portal 24
ঢাকাTuesday , ২৭ জুন ২০২৩

চাঁদপুরের অর্ধশত গ্রামে কাল ঈদ

নিউজ পোর্টাল ২৪
জুন ২৭, ২০২৩ ১০:০২ অপরাহ্ন
Link Copied!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা। ইতিমধ্যে এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা কোরবানির পশু ক্রয় করেছেন।

এদিকে সকাল ৯টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

টোরা মুন্সিরহাট জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সি জানান, সকাল সাড়ে ৮টায় এ মসজিদে ঈদের অন্যতম প্রধান নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা এ এস এম মো. রহমতউল্লাহ।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এমন রেওয়াজ চালু করেছিলেন জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)। সেই ১৯৩২ সাল থেকে আজও চালু রয়েছে এমন রীতি।

তার পর থেকে তার অনুসারীরা ধর্মীয় বিধান মেনে শুধু পবিত্র ঈদুল আজহাই নয়, পবিত্র ঈদুল ফিতরও একই নিয়মে উদযাপন করছেন চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার এমন অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসলমান।

আরও পড়ুনঃ  মামুনুল হকের সঙ্গে ঝর্ণার বৈধ বিয়ে হয়েছিল: আইনজীবী