এক সময় গ্রামে গ্রামে চালু ছিলো পঞ্চায়েত প্রথা। পঞ্চায়েত হলো সামাজিক ব্যবস্থার এক অন্যতম ধারক ও বাহকের সমষ্টি। পঞ্চায়েত বলতে পাঁচ বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত পর্ষদকে বোঝায়। আধুনিক সমাজে পঞ্চায়েত সমাজ ব্যবস্থা এখন আর দেখা যায় না। ক্রমশ এ প্রথা বিলুপ্ত হওয়ার পথে। কিন্তু সেই ক্ষমতা হারালেও এখনো সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে পঞ্চায়েত।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস বিতরণের মধ্যে দিয়ে সকলের মধ্যে ভেদাভেদ ভুলে পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের যুব সমাজ।
সরেজমিনে দেখা যায় বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন দুপুর থেকেই গ্রামের মহল্লার মসজিদে জমা হয় পঞ্চায়েতে মাংস। বিকেলে এলাকার যুব সমাজের সহযোগীতায় পঞ্চায়েতে কুরবানি না দেয়া ৫৫ পরিবারের মাঝে প্রায় ২০০ কেজি মাংস বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, আমাদের পঞ্চায়েতে কোনো না কোনো কারণে অনেকেই কুরবানি দিতে পারে নি। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে এলাকার যুব সমাজের সহযোগীতায় প্রতি বছরের ন্যায় এবারো আমরা কুরবানি মাংস বিতরণ করি।
আব্দুল ওয়াদুদ জানান, এমন মহৎ কাজে সকলেই সহযোগীতা করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।