কালীগঞ্জে গাছের চারা লাগিয়ে জমি দখলের চেষ্টা - News Portal 24
ঢাকাTuesday , ১৩ জুন ২০২৩

কালীগঞ্জে গাছের চারা লাগিয়ে জমি দখলের চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি
জুন ১৩, ২০২৩ ৬:১০ অপরাহ্ন
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে ভোগদখলীয় জমিতে ইউকালেক্টর গাছের চারা লাগিয়ে জোর করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক শাহজাহান আলী চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে।

ঘটনাটি ঘটেছে গত ১১ মে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুসরত মদাতী এলাকায়।

নিরুপায় জমির মালিক শাহজাহান আলী কোন ঝগড়া বিবাদে না গিয়ে একটি শান্তিপূর্ণ সুষ্টু সমাধানের জন্য গত ১১ মে কালীগঞ্জ থানায় ভোটমারী ইউনিয়নের শৈলমারী এলাকার মৃত আজিজার রহমানের ছেলে আশরাফুল হকসহ ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মুসরত মদাতী মৌজায় পৈত্রিক সুত্রে ৮ শতক জমি প্রপ্ত হইয়া  শাহজাহান আলী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসিতেছে। উক্ত জমি ভোগদখল করা অবস্থায় ভোটামারী ইউনিয়নের শৈলমারী এলাকার মৃত আজিজার রহমানের ছেলে আশরাফুল  হকসহ তার দল শাহজাহান আলীর ভোগদখলীয় ৮ শতাংশ জমি মালিকানা দাবীসহ জবরদখল করার পায়তারা করে। এমতাবস্থায় গত ১১ মে বিকেল ৫ টার দিকে আশরাফুল হক তার দলবল নিয়ে উক্ত জমিতে  ইউকালেক্টর গাছের চারা রোপন করিয়া জমি জবর দখলের চেষ্টা করে।

মঙ্গলবার (১৩ মে) শাহজাহান আলী বলেন, আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত উত্তর মুশরত মদাতী মৌজার জমি, যার জেএল নং-০১, খতিয়ান নং-১৩০, দাগ নং-১৮৪০৯ মোট ২৮ শতকের মধ্যে ৮ শতক জবর দখলের ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ট সমাধান চাই।

এ বিষয় কালীগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমান  অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নগ্ন ভিডিও ধারণ করে লাখ টাকা আদায়, গ্রেফতার ২