আমি কোনো অশ্লীল সিনেমা করিনি: ডিপজল - News Portal 24
ঢাকাTuesday , ১৩ জুন ২০২৩

আমি কোনো অশ্লীল সিনেমা করিনি: ডিপজল

নিউজ পোর্টাল ২৪
জুন ১৩, ২০২৩ ৭:৫৯ পূর্বাহ্ন
Link Copied!

‘আমি কোনো অশ্লীল সিনেমা করিনি। যেগুলো করা হয়েছে সেসব ক্যামেরার মারপ্যাঁচ। ক্যামেরায় সবকিছু করা হয়েছে। অবশ্যই ভালো দেখে কাজ করেছি।’—সম্প্রতি এমনটাই দাবি করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা মুক্তি নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন ডিপজল।

ডিপজল বলেন, পাঠান সিনেমা আমদানি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে ফেলছে। আমাদের সিনেমা প্রেক্ষাগৃহে চলে না, কে বলেছে? এই রোজার ঈদেই তো আটটি সিনেমা মুক্তি পেয়েছে। এসব তো বেশ ভালো চলছে। পাঠান কী প্রয়োজন?

তিনি বলেন, এ দেশে কেন হিন্দি কথা চলবে? আমরা বাংলাদেশি, বাংলা আমাদের ভাষা, এটা আমাদের পছন্দ, এই বাংলা নিয়েই আমরা থাকতে চাই। আমরা হিন্দি পছন্দ করি না। হিন্দি যেন আমাদের দেশে না চলে।

তিনি আরো বলেন, আমার যেসব সিনেমায় অশ্লীলতা রয়েছে, সেসব হয়তো পরে ক্যামেরার মাধ্যমে কোনো শর্ট লাগাতে পারে।

তবে ভারত থেকে বাংলা ভাষার সিনেমা এলে কোনো আপত্তি নেই। কিন্তু হিন্দি সিনেমা এনে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য কিছু কিছু লোক এসব করছে বলে অভিমত অভিনেতা ডিপজলের।

আরও পড়ুনঃ  ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ