ঢাকাFriday , ২৬ মে ২০২৩

সুনামগঞ্জে সুখী জীবন প্রকল্পের কমিউনিটি অবহিত করণ সভা

Link Copied!

সুনামগঞ্জের সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে, ইউএসএআইডি সুখী জীবন, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কারিগরি ও আর্থিক সহায়তায় কমিউনিটি অবহিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১০ টায় জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে মোঃ আব্দুল লতিফ চেয়ারম্যান এর সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার সুখীজীবন মোঃ আব্দুল কাইয়ুম এর উপস্থাপনায় দিনব্যাপী কমিউনিটি অবহিতকরন সভার কার্যক্রম শুরু হয়।

“১৮ এর আগে বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়” এবং সুস্থ বিরতিতে সন্তান ধারন এবং সকল বিবাহিত দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতকরনে” বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিত কৃষ্ণ চক্রবর্তী, ইউপি সদস্য পিয়ারা বেগম, মোছাঃ আনোয়ারা বেগম।

ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ বলেন, যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারনে নদী পার হয়ে সদর হাসপাতালে গর্ভবতী মা দেরকে সদর হাসপাতালে নিয়ে যেতে পারে না, এতে বাড়িতে ডেলিভারি সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ডেলিভারি জটিলতার কারণে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর সংখ্যা বাড়তেছে। প্রাতিষ্টানিক ডেলিভারি বাড়ানোর জন্য জাহাঙ্গীর নগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে আরো আরো উন্নত করতে হবে, এতে সবধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করা হবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।

পরিবার ছোটকরনে ২টি সন্তানের মধ্যে কমপক্ষে ৩ বছর বিরতি দিয়ে ২য় সন্তান গ্রহণ, বাল্যবিবাহ বন্ধকরন এবং কিশোর-কিশোরীর সেবার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জের দৌলতপুরে উপ নির্বাচনে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আবার ভোট হবে