বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত, সিলেট প্রেরণ - News Portal 24
ঢাকাWednesday , ৩১ মে ২০২৩

বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত, সিলেট প্রেরণ

বিয়ানীবাজার প্রতিনিধি
মে ৩১, ২০২৩ ৫:৫০ অপরাহ্ন
Link Copied!

বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহতের নাম ইমতিয়াজ আহমদ (১৮)। সে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামের শামসুল ইসলামের পুত্র।

জানা যায়, ছাত্রলীগের রাজনীতির বিবদমান দুই পক্ষের মধ্যে পূ্র্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশে তাকে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন কর্মী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার শরীরে ছুরি আটকে থাকে।রক্তাক্ত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন। সেখানে অস্ত্রপচার করে ছুরির বিধে থাকা অংশ বের করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশংকাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত ইমতিয়াজের মেরুদণ্ডের হাড়ে মারাত্মক জখম হয়েছে।

এ ঘটনায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম মুঠোফোনে জানান, এখনো থানায় মামলা দায়ের হয়নি, মামলা দায়ের হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  দৌলতপুরে বৈন্যা আমতলীর রাস্তার উদ্বোধন করলেন এমপি দুর্জয়