ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক - News Portal 24
ঢাকাSaturday , ৬ মে ২০২৩

ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মে ৬, ২০২৩ ৮:০২ অপরাহ্ন
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

শনিবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রাম থেকে ওই এলাকার কুখ্যাত মাদক কারবারি ফুলমিয়া ওরফে বাবু (৩৭), রফিকুল ইসলাম (৩৬) ও লিটন চন্দ্র (৩৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের নামে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গলাচিপায় গরু চুরির সন্দেহে আটক ৩