চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রেমিককে বাড়িতে ডেকে হাসুয়া দিয়ে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মধ্যবয়সী ওই নারী ও পুরুষ দুইজন প্রেম করছেন। বিষয়টি ওই নারীর স্বামী জানতে পারলে তাদের সম্পর্কে ভাঙন ধরে। এরপরেও প্রেমিক বিভিন্ন সময় ওই নারীকে বিরক্ত করতে থাকে। এই ক্ষোভে শুক্রবার সন্ধ্যার সময় প্রেমিককে নিজের বাড়িতে ডেকে নেয় ওই নারী। এরপর শারীরিক সম্পর্ক করার করার কথা বলে ধারালো হাসুয়া দিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেয়। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।