প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশসেরা হয়ে রেক্টর মেডেল গ্রহণ করলেন অর্ণব মালাকার - News Portal 24
ঢাকাThursday , ১৮ মে ২০২৩

প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশসেরা হয়ে রেক্টর মেডেল গ্রহণ করলেন অর্ণব মালাকার

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি
মে ১৮, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ন
Link Copied!

আইন ও প্রশাসন কোর্সে ১ম স্থান অধিকার করেছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার। ১২৮-তম আইন ও প্রশাসন কোর্সে ১ম স্থান অধিকার করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে রেক্টর মেডেল গ্রহণ করেন তিনি।
এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১ম বারের মত বাসস্থান নিশ্চিতে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ছিন্নমূল মানুষের পূর্ণবাসন কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত চিন্তার আশ্রয় প্রকল্পের কাজ দেশব্যাপি শুরু হয়। যা বর্তমান সারা বাংলাদেশে দৃশ্যমান হিসাবে প্রশংসনীয় হয়েছে।
এসময় তিনি ১২৮-তম আইন ও প্রশাসন কোর্সে ১ম স্থান হওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করতে যেয়ে বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের কাজে নিজেকে অংশীদার করতে পেরে আমি আনন্দিত তিনি আরও বলেন চাকুরীজীবনের এ অর্জনের পিছনে অনুপ্রেরণা প্রদানের জন্য আমার বাবা-মা, সকল সিনিয়র স্যারের প্রতি এবং সকল সহযোগিতার জন্য আমার ব্যাচমেটদের প্রতি কৃতজ্ঞ।

আমি যেন আমার সততা ও নিষ্ঠা দিয়ে এ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সারা দেশের মধ্যে ১২৮-তম আইন ও প্রশাসন কোর্সে ১ম স্থান অর্জন করার অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার।