নতুন আঙ্গিকে এবং বর্ধিত পরিসরে যাত্রা শুরু করেছে আয়েশা হক হাসপাতাল। বিয়ানীবাজার উপজেলাসহ আশপাশ উপজেলাবাসীকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সেন্টার মেডি কেয়ার সার্ভিস গ্রুপের তত্ত্বাবধানে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এ হাসপাতালে রোগীদের সেবা প্রদান করা হবে।
নতুন করে যাত্রা শুরু হওয়া আয়েশা হক হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনিরুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের, সিলেট জেলা পরিষদ সদস্য খসরুল হক, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর, মোল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সেন্টার মেডি কেয়ার সার্ভিস গ্রুপের চেয়ারম্যান ডা.শাহিদ আহমদ তুহিন সহ সেন্টার মেডি কেয়ার সার্ভিসের সকল দায়িত্বশীল ও আগত অতিথিরা।
এ হাসপাতালকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে বিয়ানীবাজারসহ আশপাশ উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন দায়িত্বশীলরা এ প্রত্যাশা ব্যক্ত করে অতিথিরা বলেন, স্বাস্থ্য সেবা সহজলভ্য করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা উচিত। পৌর মেয়র ফারুকুল হক বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত হলে এ অঞ্চলের মানুষের অনেক দুর্ভোগ লাঘব হবে। সিলেটসহ বিভিন্ন স্থানে বিয়ানীবাজারের মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে ছুটে যান। আশা করবো আয়েশা হক হাসপাতাল মানুষের কথা চিন্তা করতে সেবা প্রদান করবে।
অভিজ্ঞ নার্সদের মাধ্যমে অস্ত্রপচার ছাড়া নিরাপদ সন্তান প্রসব করতে হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে সেন্টার মেডি কেয়ার সার্ভিসের দায়িত্বশীলরা বলেন, কঠোর পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে দীর্ঘদিনের পুরাতন এ হাসপাতালকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।
ডা. শাহিদ আহমদ তুহিন বলেন, ২৪ জন নার্স রোগীদের সেবা দেবেন। এর মধ্যে গাইনি বিভাগে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনজন নার্স রয়েছেন। তারা ২৪ ঘন্টা রোগীদের সেবা দেবেন। আমাদের লক্ষ্য অপারেশন ছাড়া নিরাপদের সন্তান প্রসব করানো। এ লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। একই সাথে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে কার্ডিয়েক সেন্টার স্থাপন করা হয়েছে যেখানে কার্ডিয়ালজি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করবেন।