দৌলতপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থী নিহত - News Portal 24
ঢাকাSaturday , ২৭ মে ২০২৩

দৌলতপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে মো: কাওছার আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সে উপজেলার ধামশ্বর ইউনিয়নের উত্তর কাপশাইল গ্রামের মো: নুরুল হক বেপারীর ছেলে।

নিহত কাওছার স্থানীয় হামিদুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। শনিবার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত কাওছার বাড়ির পাশে ইরি ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য তাদের নিজেদের স্যালো মেশিন চালাতে যায়। যাওয়ার কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি হলে বজ্রপাতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে সুখী জীবন প্রকল্পের কমিউনিটি অবহিত করণ সভা