দৌলতপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাMonday , ১৫ মে ২০২৩

দৌলতপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Link Copied!

পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনতার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মানিকগঞ্জের দৌলতপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মে) মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশের আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম (বার) পুলিশ সুপার, মানিকগঞ্জ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল মারুফা নাজনীন, দৌলতপুর থানা তদন্ত রনজিৎ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

পুলিশ সুপার বলেন, পুলিশ জনতা পরস্পর একে অপরের বন্ধু। সাধারণ জনগণ পুলিশের শত্রু নয়, সমাজকে মাদক সন্ত্রাস ইভটিজিং সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশিং সেবা সমাজের দোরগোড়ায় পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের সেবক বন্ধু হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  অন্ধ পরিবারের পাশে দাঁড়ালেন ভাষা সৈনিকের পুত্র ফিলিপ