দৌলতপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল - News Portal 24
ঢাকাMonday , ২২ মে ২০২৩

দৌলতপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Link Copied!

গত শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীকে হুমকি দাদা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগী।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: একেএম আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ ফৌজদারী, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, কৃষক লীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিদুর রহমান মুক্তা, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক এস এম আতোয়ার প্রমুখ।

এসময় বক্তারা বিএমপি নেতা আবু সাঈদ চাঁদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।