এক্সজস্ট ফ্যান বাড়তি গরম বের করে দিয়ে ঠান্ডা রাখতে সাহায্য করে রান্নাঘর। তবে খুব দ্রুত তেল-মসলা আটকে আঠালো ও চিটচিটে হয়ে যায় ফ্যান। রাতারাতি রঙটাই যেন বদলে যায় রান্নাঘরে থাকা এক্সজস্ট ফ্যানের। খুব সহজে কিন্তু এই ফ্যান পরিষ্কার করে ফেলতে পারেন।
দুটি সহজ উপায়ে তেল চিটচিটে এক্সজস্ট ফ্যান পরিষ্কার করবেন যেভাবে-
১। প্রথমে ফ্যানের পার্টগুলো খুলে আলাদা করে নিন। উপরের গোলাকার অংশ ঘুরিয়ে খোলা যাবে। সামনের দিকে সামান্য টান দিলে মূল অংশ খুলে আসবে। কাপড়ে তার্পিন তেল অথবা কেরোসিন তেল নিয়ে ফ্যানের আঠালো ময়লার উপর লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধারালো চামচ দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলুন ময়লা। শেষে পরিষ্কার কাপড় দিয়ে মুছে জায়গা মতো লাগিয়ে নিন ফ্যান।
২। একটি গামলায় পর্যাপ্ত ফুটন্ত গরম পানি নিন। ১ চা চামচ লবণ, ২ চা চামচ বেকিং সোডা ও ১ চা চামচ কাপড় ধোয়ার পাউডার মিশিয়ে নিন। এতে ডুবিয়ে রাখুন এক্সজস্ট ফ্যানের পার্টগুলো। কিছুক্ষণ পর স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন।