পটুয়াখালীর গলাচিপার নলুয়াবাগীতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হলেন তিন জন। পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী।
শুক্রবার রাতে আলমগীর শাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে।
মামলা সূত্রে জানাযায়, উপজেলার গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগীতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে গরু চোর আটক হয়।গলাচিপা থানা পুলিশকে খবর দিলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এর নির্দশে এস আই মোঃ নিজান উদ্দিন এর একটি টিম ঘটনা স্থলে গিয়ে ট্রলার সহ তিনজনকে আটক করে গলাচিপা থানা নিয়ে আসে।
আসামীরা হলো- মহিপুর থানার চর চাপলী ৭ নম্বর ওয়ার্ডের ধুলাসর এলাকার মোসারেফ হাওলাদার (৩০) ও গলাচিপার গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী এলাকার নিজাম খান (৫০), আরিফ (৩০), মোঃ তামিম খান (১৮), মোঃ ইসরাফিল ফকির (১৮) এবং বরগুনা জেলার বামনা থানার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া এলাকার হাসান মিয়া (২২) সহ আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামে আসামী করে গলাচিপা থানায় মামলা রুজু করা হয়।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন আমরা সংবাদ সোনার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেই জন্য জনতার হাত থেকে ৩ জনকে উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসা হয় এবং থানায় একটি মামলা রুজু হয়েছে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।