এসএসসি পরীক্ষার্থী ফাহিম বিজ্ঞানের ছাত্র হয়ে পরীক্ষা দিচ্ছে মানবিকে! - News Portal 24
ঢাকাThursday , ৪ মে ২০২৩

এসএসসি পরীক্ষার্থী ফাহিম বিজ্ঞানের ছাত্র হয়ে পরীক্ষা দিচ্ছে মানবিকে!

নিউজ পোর্টাল ২৪
মে ৪, ২০২৩ ২:২৫ পূর্বাহ্ন
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাহিম আহম্মেদ। সে বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও তার রেজিস্ট্রেশন হয়েছে মানবিক বিভাগ থেকে। বাধ্য হয়ে তাকে বিজ্ঞান পড়ে মানবিকে পরীক্ষা দিতে হচ্ছে। এতে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমনাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের দিনমজুর হোটেল কর্মচারী মনসুর আলীর ছেলে ফাহিম আহম্মেদ। বাড়ির পাশের স্কুল থেকে প্রাথমিক শেষ করে ফাহিম মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে দুই বছর বিজ্ঞান বিভাগে পড়ে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে। তবে পড়াশোনা বিজ্ঞান বিভাগে করলেও তার রেজিস্ট্রেশন হয়েছে মানবিকে।

ফাহিমের মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলেকে খুব কষ্ট করে আমি লেখাপড়া করিয়েছি। মানুষের হোটেলে কাজ করে লেখাপড়া করিয়েছি। কিন্তু এখন আমার ছেলেটা পরীক্ষা দিয়ে পাস করতে পারবে কিনা সন্দেহ হচ্ছে। আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি এটার সঠিক সমাধান চাই।

ফাহিম আহমেদ বলে, আমি লেখাপড়া করেছি বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু আমার রেজিস্ট্রেশন কার্ড মানবিকের। কীভাবে আমি মানবিক বিভাগে পরীক্ষা দেব? বিজ্ঞানের ছাত্র হয়ে মানবিক থেকে পরীক্ষা দেওয়া সম্ভব না। আজকে পরীক্ষার হলে স্যারকে আমি বিষয়টি বললে স্যার বলেন তুমি কষ্ট করে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে দাও। আমার ফলাফল খারাপ করার জন্য তারা দায়ী।

এ বিষয়ে মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ফাহিম প্রথমে মানবিক বিভাগের বই নেয়। পরে আবার পরিবর্তন করে বিজ্ঞান বিভাগের বই নেয়। আমার বিষয়টা জানা ছিল না যে ফাহিম বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছে। যখন জানতে পারলাম ফাহিম বিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া করেছে কিন্তু তার রেজিস্ট্রেশন মানবিক বিভাগ থেকে এসেছে, তখন আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি এবং যত দ্রুত সম্ভব তার অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করছি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, আমি বিষয়টি শুনেছি। বিষয়টি সমাধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।