কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হুছাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘ চরটেকি আঞ্চলিক শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরটেকী সলিম দারগা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল হান্নান মেম্বার, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধরাণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক মাস্টার, পাকুন্দিয়া উপজেলা সহঃ সাধারণ সম্পাদক জুনায়েদুল হক শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বিশালসহ কেন্দ্রীয় কমিটি ও ২০ টি আঞ্চলিক শাখার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ।
পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন হুছাইনী দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন কেরামত।