সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদুল ফিতর উদযাপন - News Portal 24
ঢাকাFriday , ২১ এপ্রিল ২০২৩

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদুল ফিতর উদযাপন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৩ ৯:১৪ অপরাহ্ন
Link Copied!

গলাচিপা উপজেলার জাহাগিরিয়া দরবার শরীফ এর অনুসারীরা আজ ডাকুয়া ইউনিয়নে ৫নং ওর্য়াডে সোনাগাড়ি বাড়ির লোকজন সহ ৬৫ পরিবার আজ ঈদুল ফিতর উদযাপন করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মো.সরোয়ার হোসেন।

স্থানীয় সূত্র জানায় প্রায় ২০০ বছর পূর্বে থেকে সৌদির সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা এবং ঈদুল ফিতর পালন করেন। বৃটিশ আমল থেকে এই গ্রামে একদিন আগে ঈদুল ফিতর পালিত হয়।

তারা জানান, পৃথিবীর যে কোন স্থানে চাঁদ দেখা গেলেই সেদিন থেকে রোজা এবং ঈদ পালন করা উচিৎ এবং সেটাই তারা পালন করে আসছেন।

আরও পড়ুনঃ  সিলেটে কখন কোথায় ঈদের জামাত