সহস্র সংগ্রাম, অপবাদ, অবিচার সয়ে এগিয়ে চলা এক যোদ্ধা নূর মোস্তফা টিনু - News Portal 24
ঢাকাTuesday , ২৫ এপ্রিল ২০২৩

সহস্র সংগ্রাম, অপবাদ, অবিচার সয়ে এগিয়ে চলা এক যোদ্ধা নূর মোস্তফা টিনু

বিশেষ প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৩ ৪:৩২ অপরাহ্ন
Link Copied!

নুর মোস্তাফা টিনু। তার জীবনের কথা, ইতিহাস বলতে গেলে শেষ হবে না। তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ। এরপরের যুবলীগ, ও বর্তমানে তিনি ১৬ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর।

তার কাছে গরিব, ধনী সবাই এক সমান। তার এলাকায় ঘুরলে বুঝা যাবে তিনি কতটা কর্মদক্ষতা সম্পন্ন ব্যাক্তি।

কি পরিমাণ, সুন্দর উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তার নির্বাচনী এলাকায়, তা নিজের চোখে না দেখে বিশ্বাস করা কঠিন। রাস্তাঘাট উন্নয়ন করেছেন। করেছেন এলাকার সৌন্দর্য বৃদ্ধি।

নির্বাচনের আগে কথা দিয়েছিলেন তার স্ত্রী। বলেছেন, আমার স্বামী ১৬ নম্বর ওয়ার্ড কে চট্টগ্রামের সেরা ওয়ার্ড হিসাবে চট্টগ্রাম সিটি মেয়র কে দেখাবেন। কোন সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গেং, জায়গা দখল, মাদক ব্যবসায়ী এগুলোকে ছাড় দেওয়া হবে না। এই ওয়াদা পালন করেছেন নূর মোস্তফা টিনু ।

শুধু তাই নয়। মানুষের বিপদে-আপদে ছুটে আসায় নূর মোস্তফা টিনুর যথেষ্ট নাম ডাক রয়েছে চকবাজার এলাকায়। এছাড়া নতুন ছাত্র রাজনীতিতে আসা এবং বয়স্কদের সাথেও সু-সম্পর্ক রয়েছে টিনুর।

চকবাজারে মেহনতী মানুষের পছন্দের তালিকায় টিনুর পাল্লাটা অনেক ভারী। তাছাড়া চকবাজারে অনেক ওঠতি ছাত্রনেতাদের পছন্দের নাম নূর মোস্তফা টিনু।

বিপদে আপদে পাশে দাঁড়িয়ে নূর মোস্তফা টিনু। তিনি গরীব অসহায় মানুষের জন্য অন্ন, বস্ত্র, আর্থিক সহায়তা করে দুঃখী মানুষের পাশে থাকেন।

নগরীর চকবাজার, পাঁচলাইশ, বহদ্দারহাটজুড়ে বিভিন্ন স্পটে ছিনতাই চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা বন্ধে কঠোর টিনু।

এছাড়াও কিশোর গ্যাং দমন, চাঁদাবাজিসহ নানা অন্যায় অঘটন রোধে তৎপর তিনি। প্রশাসন ও রাজনৈতিক বলয়ে যেন কেউ অবৈধ কাজ করতে না পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার অঙ্গীকারবদ্ধ টিনু।

এলাকায় মারধর চাঁদাবাজি, জায়গা দখলসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এলে তিনি আইনের আওতায় দমনের চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  দৌলতপুর উপজেলার এসএসসি-২০০৪ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত

আজকে সিটিজি টাইম টিভি চ্যানেল এর চেয়ারম্যান আজগর আলী মানিক টিনু’র সাথে দেখা করেছেন। নূর মোস্তফা টিনু একজন মিডিয়া বান্ধব মানুষ। তিনিও গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি কিন্তু সিটিজি ক্রাইম টিভির পরিচালক।

অহংকার বলতে তার কাছে বিন্দু পরিমাণ নাই। আছে সদা হাস্যজ্জোল, প্রাণবন্ত মন। তার জন্য এলাকার সবাই দোয়া করছে যেন ভবিষ্যতে আবারও কাউন্সিলর হতে পারে সবার প্রিয় কাউন্সিলর নূর মোস্তফা টিনু।