সদ্যভূমিষ্ঠ তৃতীয় সন্তানটিও কন্যা, ক্ষোভে শ্বাসরোধে হত্যা করলেন মা! - News Portal 24
ঢাকাThursday , ২০ এপ্রিল ২০২৩

সদ্যভূমিষ্ঠ তৃতীয় সন্তানটিও কন্যা, ক্ষোভে শ্বাসরোধে হত্যা করলেন মা!

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২০, ২০২৩ ১০:৪২ অপরাহ্ন
Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় দুই কন্যাসন্তানের পিঠে আবারও কন্যাসন্তান হওয়ায় সদ্যভূমিষ্ঠ সন্তানকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন মা। এ ঘটনায় রুমা খানম নামের ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্ৰামে এ ঘটনা ঘটে।

ঘাতক রুমা খানম বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্ৰামের মিলন বখতিয়ারের স্ত্রী।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সাত বছর আগে খাজুরিয়া গ্রামের রুমা খানমকে ভালোবেসে বিয়ে করেন পূর্বপয়সা গ্ৰামের মিলন বখতিয়ার। তাদের ঘরে পাঁচ বছরের মারুফা ও দেড় বছরের সাহানা নামের দুটি কন্যাসন্তান রয়েছে। বৃহস্পতিবার ভোরে রুমা খানম তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে নবজাতককে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রুমা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

এ ঘটনায় বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন মিলন বখতিয়ার। দুপুরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে বয়ান করায় ইমামকে নামাজ পড়াতে নিষেধ করা হয়েছে