ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন।
এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।
আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি A14 মোবাইলের অফিশিয়াল দাম জেনে নিন
নানা সময়েই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। সেটি হলো জায়েদ খান বিয়ে করছেন কবে। সম্প্রতি আবারও এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি।
আর এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা আমি চাইলেই তো হবে না। কপালে যেদিন লেখা আছে সেদিন হবে।’
তিনি আরও বলেন, হিরোদের মধ্যে আমি এখন একমাত্র ব্যাচেলর। মেয়েরা আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়। আমার সান্নিধ্য চায়। আমাকে বিয়ে করতে চায়।
দেশের কোনো নায়ককে অনুসরণ করেন কিনা জানতে চাইলে এ নায়ক বলেন, কোনো নায়কের সঙ্গে আমার মিল আছে তা আমি জানি না। দেশের কোনো নায়ককে আমি পছন্দ করিনা। তবে সালমান খানকে আমি অনুসরণ করি। তাকে আমার ভাল লাগে।
সালমান প্রসঙ্গে জায়েদ বলেন, ‘বিশেষ করে তার জীবনযাত্রাটা আমার কাছে ভালো লাগে। তার (সালমান) মানুষকে হেল্প করার মন মানসিকতা এটা আমাকে উৎসাহিত করে। শুধু তাই নয়. তার ইনকামের একটা অংশ অটিস্টিক বাচ্চাদের জন্য দেওয়া। এটা খুবই ভালো লাগে। তার ড্রেসআপ আমার পছন্দ। দেশের কোনো নায়ককে অনুসরণ করার জন্য আমার মন টানে না।’