মাধবদীতে ৩৮০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো মুক্তাদিন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস - News Portal 24
ঢাকাTuesday , ১৮ এপ্রিল ২০২৩

মাধবদীতে ৩৮০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো মুক্তাদিন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস

মাসুম পারভেজ জয়, নরসিংদী প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৩ ১:২০ অপরাহ্ন
Link Copied!

মাধবদীতে মুক্তাদিন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে ৩৮০টি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) মাধবদী ভগীরাথপুরে নিজ কারখানার সংলগ্ন স্থানে সকাল ১০ টায় ৩৮০টি পরিবারের মাঝে ২ কেজি চিনাগুড়া চাল, ১ লিটার সয়াবিন তৈল,১ কেজি মুশরী ডাল, ১ পিছ লাক্স সাবান, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১০০ গ্রাম কিচমিচ, ১০০ গ্রাম দুধ, ২ পিছ সেমাই, সব মিলিয়ে ৯৯৯ টাকার দ্রব্যাদি প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এসময় মুক্তাদিন ডাইং এর চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন আমাদের বলেন, এটি আমাদের পারিবারিক শিক্ষা, প্রতি বছরই ঈদ সহ বিভিন্ন উৎসবে গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদের মুখে হাঁসি ফুটিয়ে আনন্দ পাই, আর আমি তাদের নিকট যে ভালোবাসা পাই তার কিছুটা প্রতিদান দেয়ার প্রয়াস চালাই।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকারভোগী আমাদের বলেন, এবারের ঈদে নিত্য পন্যের মূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে ভেবেছিলাম সন্তানদের ভিন্ন কিছু খাওয়াতে পারব না তবে জাকির সাহেবের এ খাদ্য সামগ্রী হাতে পেয়ে চিন্তা লাঘব হয়েছে, অন্তত আমার ছেলে মেয়েগুলোর মুখে হাঁসি ফুটবে।

এসময় উপস্থিত ছিলন, মুক্তাদিন ডাইং এর পরিচালক মুক্তাদিন হোসেন, মোহাইমিন হোসেন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী।

আরও পড়ুনঃ  প্রায় ৪৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো নিজামুল চত্রা বাজার