সিলেটের বালাগঞ্জ উপজেলায় স্কুলছাত্রী সুমাইয়া বেগমের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে এবং অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুক্তরাজ্যের জাস্টিস ফর সুমাইয়া ক্যাম্পেইন কমিটি এক প্রতিবাদ সভা আয়োজনের ডাক দিয়েছে।
এক বার্তায় স্কুলছাত্রী সুমাইয়া বেগমের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এবং বিচার কার্যের বিপক্ষে একটি কুচক্রী মহল বিভ্রান্তী সৃষ্টির চেষ্টা করছে বলে জানান, জাস্টিস ফর সুমাইয়া ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিরু।
হত্যাকান্ডে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজনটি লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার E1 5NP* এ আগামী ২৫ এপ্রিল, স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সকলের উপস্থিতি, মূল্যবান মতামত, সহযোগিতা এবং সমর্থনের জন্য যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, নিহত সুমাইয়া বেগম উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে ও বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, স্কুল ও প্রাইভেটের জন্য গত ২২ মার্চ বুধবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয় সুমাইয়া। বার্ষিক মিলাদ মাহফিলের অনুষ্ঠান থাকায় দুপুরে সুমাইয়ার মা স্কুলে গিয়ে তাকে পাননি। স্কুল ছুটির পরও সুমাইয়া বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে নুরপুর গ্রাম সংলগ্ন খালের পাড়ে একটি স্কুল ব্যাগ ও জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়রা সুমাইয়ার বাড়িতে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন এসে খালের ঝোপ-ঝাড়ের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানিয়েছেন, সকালের দিকে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজন চলাচল না করায় ওই এলাকা নির্জন ছিল। ওই সময়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী বলেন, নিহত স্কুলছাত্রীর গলায় হালকা একটি দাগ পাওয়া গেছে। শ্বাসরোধে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মেয়েটির লাশ তার পরিবারের কাছে পরের দিন ২৩ মার্চ বৃহস্পতিবার হস্তান্তরের করা হয়েছে। এ ঘটনায় নিহত মেয়েটির বড় ভাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।