কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯শে এপ্রিল) নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ হল রুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছেন আলী।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শহিদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আতাউর রহমান (রতন), নাওডাঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক উমর ফারুক, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।