ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় এক বৃদ্ধের মৃত্যু - News Portal 24
ঢাকাMonday , ১৭ এপ্রিল ২০২৩

ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় এক বৃদ্ধের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৩ ৮:২৭ অপরাহ্ন
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় নায়েব আলী (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের খোলাহাট বাজার খরিবাড়ী বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ ব্যাপারী ও বিপুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার সন্ধা সোয়া ৬ টার দিকে উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের খোলাহাট বাজার থেকে বেপড়োয়া গতিতে বালু বোঝাই ট্রেক্টরটি খরিবাড়ীর দিকে যাচ্ছিল।

এ সময় পথচারী বৃদ্ধ নায়েব আলী খোলাহাট থেকে বাড়ী আসার পথে ভাঙ্গামোড় বাবুপাড়া এলাকায় বেপড়োয়া গতিতে বালু বোঝাই ট্রেক্টরের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঈদের আগে বৃদ্ধ নায়েব আলীর মৃত্যুতে ওই পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  পাওনা টাকা আদায় করতে গিয়ে আপন চার ভাই গুরুতর আহত