প্রবাসী স্বামীকে খুন করল স্ত্রীর প্রেমিক - News Portal 24
ঢাকাThursday , ১৩ এপ্রিল ২০২৩

প্রবাসী স্বামীকে খুন করল স্ত্রীর প্রেমিক

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ১৩, ২০২৩ ১:১৫ অপরাহ্ন
Link Copied!

যশোর সদর উপজেলায় এক দুবাই প্রবাসীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) যশোর পুলিশের উপ-মুখপাত্র ইন্সপেক্টর রূপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, স্ত্রীর প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে।

নিহত সোহেল রানা (৪০) যশোর সদরের হালসা গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, সপ্তাহ দুয়েক আগে দেশে ফেরেন সোহেল রানা। বুধবার ইফতারের পর তিনি মোটরসাইকেলে শ্বশুরবাড়ি পাশের ফরিদপুর গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে ফরিদপুর গ্রামের ব্রিজের পাশে তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শাকিল দাবি করে বলেন, নিহতের স্ত্রী খুশি খাতুনের (২১) সঙ্গে একই ইউনিয়নের আলমনগর গ্রামের ফারাবির (২১) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় সাড়ে চার বছর আগে তার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। বুধবার ইফতারের পর শ্বশুরবাড়ি থেকে ভাবিকে আনতে যাওয়ার পথে ফারাবিসহ তিন থেকে চারজন তাকে কুপিয়ে খুন করে।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার শুভাশিষ জানান, নিহত সোহেলের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

উপ-মুখপাত্র ইন্সপেক্টর রূপণ কুমার সরকার বলেন, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রীর প্রেমের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম ঘটনার অনুসন্ধান করছে।

আরও পড়ুনঃ  তীব্র দাবদাহে বিদ্যালয়ের শিশুদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা বাতিল চেয়ে অভিভাবকদের মানববন্ধন