১৯ এপ্রিল বুধবার সারাদিন ব্যাপি মানিকগঞ্জের দৌলতপুর
উপজেলার জিয়নপুর, খলসী, চকমিরপুর,বাঘুটিয়া ইউনিয়নের জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে বিজিএফ চাল বিতরণ ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা বলেন, ঈদ মানে আনন্দ। গরিব, অসহায় মানুষ নতুন শাড়ি, লুঙ্গি, চাউল পেয়ে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাওয়া। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহারসামগ্রী সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। এই আনন্দ ভাগাভাগি করে নিতে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, আওয়ামীলীগ নেতা বুলবুল, চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সাইফুদ্দিন, ছাত্রলীগ নেতা কাউসার সহ অনেক নেতাকর্মী।