কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তারাকান্দি দক্ষিণ পাড়া এলাকাবাসীর উদ্যোগে বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
০৭ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে উদ্বোধন করেন তারাকান্দি জামিয়া হুছাইনী আসআদুল উলুম কওমী ইউনির্ভাসিটির ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব আলমগীর হুছাইনী (দাঃ বাঃ)।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ, বিভিন্ন ইলেকট্রন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদের স্থানদাতা মাজহারুল ইসলাম শামীম জানান, আমার পিতা মরহুম ছাইফুল হক মাষ্টারের স্বপ্ন ছিল আমাদের গ্রামে একটি মসজিদ স্থাপন করা। বাবার স্বপ্ন পূরণে আমাদের পরিবারের পক্ষ থেকে ৯ শতাংশ জমির উপর নির্মিত বায়তুল মুকাদ্দাস জামে মসজিদ।