দৌলতপুর উপজেলার এসএসসি-২০০৪ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাMonday , ২৪ এপ্রিল ২০২৩

দৌলতপুর উপজেলার এসএসসি-২০০৪ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত

মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৩ ৯:২৪ অপরাহ্ন
Link Copied!

দৌলতপুর উপজেলার এসএসসি ২০০৪ ব্যাচের পূর্ণমিলনী ২০২৩ আজ ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

২০০৪! বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্মানিষ্ট, সাংবাদিকতা, সরকারি-বেসরকারি চাকরি ও ব্যবসা সহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত হয়ে সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।

পূর্ণমিলনী অনুষ্ঠানে সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কুশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ।

ঈদের পরে শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সকলের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকলের প্রিয় প্রতিষ্ঠান দৌলতপুর সরকারি পিএস উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিচারণ করেন দৌলতপুর উপজেলার এসএসসি ২০০৪ ব্যাচের সকল শিক্ষার্থীরা।

এসময় আয়োজক কমিটিকে সকলেই ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো বড় ধরনের পূর্ণমিলনী আয়জনের আশাবাদ ব্যক্ত করেন।