দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন - News Portal 24
ঢাকাFriday , ১৪ এপ্রিল ২০২৩

দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৩ ১০:১৭ অপরাহ্ন
Link Copied!

আনন্দের পরশ, বৈশাখের আগমনে ” শুভ নববর্ষ”। তাই তো সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বর্ণিল আয়োজনে উৎযাপিত হয়েছে – পহেলা বৈশাখ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঐ স্থানে বর্ণিল শোভাযাত্রাটি এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল হক, মতিলাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, সমবায় অফিসার মোঃ মাকসুদ হোসেন, সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মোঃ মাকসুদ করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা সহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন-পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। রমজানের মধ্যে এ আয়োজনে যেমন রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে; তেমনি সর্বজনীন উৎসবের প্রাণের এ আহ্বানে এক সাথে মিলিত হতে হবে। বাঙালি সংস্কৃতির এ মিলন মেলার আয়োজনে অপশক্তিকে দেশীয় সংস্কৃতি দিয়েই রুখতে হবে।