দুঃস্থদের মাঝে রোটারী ক্লাব অব গ্রান্ড সি‌লে‌টের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ - News Portal 24
ঢাকাSaturday , ১৫ এপ্রিল ২০২৩

দুঃস্থদের মাঝে রোটারী ক্লাব অব গ্রান্ড সি‌লে‌টের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৩ ৯:৩০ অপরাহ্ন
Link Copied!

পবিত্র মাহে রমজান মাস উপল‌ক্ষ্যে অসহায় ও দুঃস্থের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে রোটারী ক্লাব অব গ্রান্ড সি‌লে‌ট।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানীনগরের তাজপুর কদমতলায় এই অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। ৪০জন ভ্যান চালক, শিশু, নিরাপত্তাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ক্লা‌বের কর্মকর্তাবৃন্দ।

খাদ্য সামগ্রী নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব গ্রান্ড সি‌লে‌টের প্রেসি‌ডেন্ট রোটা‌রীয়ান মিসবাহ উ‌দ্দিন র‌নি, পাস্ট প্রেসি‌ডেন্ট রোটা‌রীয়ান ই‌ঞ্জিঃ র‌ফিকুল ইসলাম, পাস্ট প্রেসি‌ডেন্ট রোটা‌রীয়ান রিপন চন্দ্র সরকার, প্রেসি‌ডেন্ট ই‌লেক্ট রোটা‌রীয়ান আলতাফ ফয়সল, সে‌ক্রেটারী রোটা‌রীয়ান আ‌মিন উ‌দ্দিন আল আজাদ, রোটা‌রীয়ান মানশাহ আহমদ ও রোটা‌রীয়ান ক‌বির আহমদ প্রমুখ।

আরও পড়ুনঃ  দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন